সারা পৃথিবী জুড়ে যে সমস্ত বাঙালি মানুষ আছেন মূলত তাদের জন্যই এই দেশেরমাটি online পত্রিকা।এই পত্রিকাটির ভাবনা,পরিকল্পনা এবং পরিচালনায় কানাডা,টরেন্টো থেকে প্রবাসী বাঙালি শ্রী দেবাংশু চক্রবর্তী।তাছাড়াও সঙ্গে আছেন ভিন্ন দেশ থেকে বাঙালি আরও কিছু বিশিষ্ঠ গুণী ব্যক্তিরা। বাঙালির সংস্কৃতি, কৃষ্টি ঐতিহ্য কে তুলে ধরাই এই পত্রিকার উদ্দেশ্যে। আগামী প্রজন্ম যাতে এই অতি আধুনিক যুগে ও বাঙালির ঐতিহ্য কে ভুলে না যায় তার একটা নিরন্তর প্রচেষ্টা এই পত্রিকার মাধ্যমে আমরা করতে থাকবো।বছরের বিভিন্ন সময়ে নৃত্য, সঙ্গীত, চিত্রকলা, আবৃত্তির বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে যাতে আগামী প্রজন্ম বাঙালি সংস্কৃতির সঙ্গে থাকতে পারে।আশা করি এই পত্রিকার মাধ্যমে আমরা বাংলার লোকশিল্প,বাংলার কৃষ্টি ও সংস্কৃতিক ঐতিহ্য কে নিয়মিত তুলে ধরবে। আমরা দেশেরমাটি online পত্রিকাটি (website) সুন্দর ও সকলের মনোগ্রাহী করার জন্য সকলের পরামর্শ, মতামত এবং সহযোগিতা চাই। আমাদের এই পত্রিকা বিজ্ঞাপন ও অনুদান গ্রহণ করবে।
***বিজ্ঞাপন ও অনুদানের অর্থের কিছু অংশ দরিদ্র ও বিপদগ্রস্থ মানুষদের সহযোগিতায় ব্যবহার করা হবে।